গাকৃবিতে পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কর্মসূচিটি শিক্ষার পাশাপাশি পরিবেশ-সচেতনতা, টেকসই উন্নয়ন ও প্রজন্মান্তরে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতিশ্রুতির প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
বৃক্ষরোপণ করেন ভিসি
বৃক্ষরোপণ করেন ভিসি |নয়া দিগন্ত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) তার ৫০ বছরের দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের আলোকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৫’ পালন করেছে। কর্মসূচিটি শিক্ষার পাশাপাশি পরিবেশ-সচেতনতা, টেকসই উন্নয়ন ও প্রজন্মান্তরে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতিশ্রুতির প্রতিফলিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) কর্মসূচি উপলক্ষে সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে র‌্যালিটি প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে নতুন কৃষি অনুষদ ভবন চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে নতুন কৃষি অনুষদ সংলগ্ন স্থানে একটি বকুল গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভিসি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো: আবিয়ার রহমান, রেজিস্ট্রার মো: আবদুল্লাহ মৃধাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষ করে এ কর্মসূচির উপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড. আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার ও পরিচালকরা।