তাহিরপুরে ৩৩ শিক্ষার্থীকে ভর্তি নিতে কলেজ কর্তৃপক্ষকে ইউএনওর নির্দেশ

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কৌশিক পাল জানান, আমার ভুল হয়েছে, আমিই সব ঠিক করবো।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
তাহিরপুরে ৩৩ শিক্ষার্থীকে ভর্তি নিতে কলেজ কর্তৃপক্ষকে ইউএনওর নির্দেশ
তাহিরপুরে ৩৩ শিক্ষার্থীকে ভর্তি নিতে কলেজ কর্তৃপক্ষকে ইউএনওর নির্দেশ |ছবি : নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তিন ধাপেও একাদশ শেণিতে ভর্তি হতে না পারায় অনিশ্চয়তায় পড়া ৩৩ শিক্ষার্থীর ভর্তির বিষয়ে যাবতীয় কাজ ও জরিমানা বহন করবেন বলে মুচলেকা দিয়েছেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার অফিস সহকারী কৌষিক পাল।

সোমবার বিকেলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হাসান মানিকের কাছে এই মুচলেখা দেন।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ শাখায় ভর্তিচ্ছু একাধিক শিক্ষার্থী জানান, অফিস সহকারী কৌশিক পাল ৩৩ জন শিক্ষার্থীর ভর্তির আবেদনের ৩০০ টাকা ও নিশ্চায়নের ৪৫০ টাকা করে জনপ্রতি ৭৫০ টাকা নেয়ার পরও ভর্তি আবেদন করেননি। আর এ কারণেই শিক্ষার্থীদের ভর্তি হওয়াতে অনিশ্চয়তা দেখা দেয়।

আরো জানা যায়, ভর্তি আবেদন শুরু হয় প্রথম ধাপ ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত, দ্বিতীয় ধাপ ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত এবং তৃতীয় ধাপ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। নির্দিষ্ট এই তিনটি ধাপ শেষ হলেও কোনো শিক্ষার্থীর মোবাইলে ভর্তি আবেদন সংক্রান্ত কোনো ম্যাসেজ আসেনি। শিক্ষার্থীরা বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি বোর্ডে যোগাযোগ করে জানতে পারেন ৩৩ শিক্ষার্থীর ভর্তির জন্য কোনো আবেদনই করা হয়নি।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কৌশিক পাল জানান, আমার ভুল হয়েছে, আমিই সব ঠিক করবো।

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম জানিয়েছেন, ভর্তিচ্ছুক ৩৩ শিক্ষার্থীর ভর্তির সকল কাজ এবং এর জন্য জরিমানা অফিস সহকারী কৌষিক পাল বহন করবেন। কারণ, তিনি দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। না হলে প্রতি মাসে যে বেতন ভাতা পান সেখান থেকে কেটে নেয়া হবে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ সভাপতি মো: মেহেদী হাসান মানিক জানিয়েছেন, শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষকে বলে দেয়া হয়েছে।