বাঁশখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

উপজেলার বৈলছড়ি ইউপির চেচুরিয়া ভোলার ঘাটা এলাকায় টেম্পুগাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Location :

Chattogram
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার
আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার |নয়া দিগন্ত

তাফহীমুল ইসলাম, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড রাইফেলের গুলিসহ দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের ।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার বৈলছড়ি ইউপির চেচুরিয়া ভোলার ঘাটা এলাকায় টেম্পুগাড়িতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নোয়াখালীর হাতিয়া এলাকার মোহাম্মদ সেলিমের ছেলে খুরশিদ আলম ও চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর এলাকার জহিরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাসান। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত টেম্পুগাড়িটি জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর আওতায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।