সিলেটে একরাতে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন

শনিবার গভীর রাতে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুটি গাড়িই পুড়ে গেছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা
সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দেয় দুর্বৃত্তরা |নয়া দিগন্ত

সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক ঝটিকা ও মশাল মিছিলের পর সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার গভীর রাতে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দুটি গাড়িই পুড়ে গেছে।

সোমবার (১৭ নভেম্বর) পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে এই নাশকতা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। গত কয়েক দিনের ব্যবধানে সিলেট নগরীতে অন্তত ১০ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করলেও অধিকাংশই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এতে জনমনে বাড়ছে শঙ্কা।

যদিও সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে পুলিশ। তবে এক রাতে দুটি যানবাহনে আগুনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর ভুমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

রোববার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান বলেন, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে দুটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে রাখা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে গেছে।

সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া বলেন, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল ছিল। এটি একেবারে পুড়ে গেছে। এ ছাড়া কুমারগাঁও বাসস্ট্যান্ডের বাসটি পরিত্যক্ত ছিল। আমরা বাসের গেটের তালা খুলে আগুন নিয়ন্ত্রণে এনেছি।

জানা গেছে, পুলিশের সতর্ক অবস্থানেও সিলেটে থামছেনা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। গত সপ্তাহে নগরীর মির্জাজাঙ্গালে ঝটিকা ও লালাবাজারে মশাল মিছিলের পর গত ১২ নভেম্বর সকালে নগরীতে আরো একটি মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মিছিলের ভিডিও নিজ ফেসবুকে শেয়ার করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

এদিকে দক্ষিণ সুরমায় মশাল মিছিলের ঘটনায় এসএমপির মোগলাবাজার থানার পারারইচক এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে একই দিন মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৩ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। একাধিক মিছিলের পর অ্যাম্বুলেন্সে ও বাসে আগুনের পর নড়েচড়ে বসেছে পুলিশ। রোববার থেকে অভিযান আরো জোরদার করা হয়েছে বলে এসএমপি সূত্র নিশ্চিত করেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী নয়া দিগন্তকে বলেন, অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। সিসি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের কাজ চলছে।

তিনি বলেন, সোমবারের রায়কে কেন্দ্র করে নাশকতার অংশ হিসেবেই অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দেয়া হতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের একাধিক টিম ও গোয়েন্দা পুলিশ মাঠে কাজ করছে।