গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত নুর ইসলাম (৩৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, বিকেলে নুর জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মোবাইলফোন দিয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন। এ সময় ঢাকাগামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন এসে ধাক্কা দিলে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তার ডান হাত থেতলে যায় ও মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাকে ভ্যানে করে গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নাদির-উজ-জামান জানান, দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।