মুন্সীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত

এ সময় রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
শাহাদাত বার্ষিকী ও দোয়া অনুষ্ঠানে অতিথিরা
শাহাদাত বার্ষিকী ও দোয়া অনুষ্ঠানে অতিথিরা |নয়া দিগন্ত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার লতব্দী স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।

এ সময় রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়।

লতব্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী নুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ মো: আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা বিএনপির সদস্য আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান মাহামুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, দফতর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফরহাদ।

লতব্দী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওসমান হারুন ভূঁইয়ার সঞ্চালনায় বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন, চিত্রকোট ইউনিয়ন সভাপতি খোরশেদ আলম, কেয়াইন ইউনিয়ন সভাপতি নাসিম খান, বয়রাগাদী ইউনিয়ন সভাপতি হাবিব সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।