কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে নরু মিয়া (৬৫) ও ফজলু মিয়া (৬২) নামের সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ নম্বেভর) সকালে উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত নুরু মিয়া ও ফজলু মিয়া গলাচিপা গ্রামের মরহুম হাসেনের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকালে গরুর খাদ্যের জন্য খড়ের গাদা থেকে খড় আনতে যান নুরু মিয়া। এ সময় খড়ের গাদায় লেগে থাকা বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার ডাক-চিৎকারে ছোট ভাই ফজলু মিয়া দৌঁড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আলীকদম মিয়া জানান, বিদ্যুৎতের ওই তারটি দীর্ঘদিন ধরেই বাড়ির উঠানে খড়ের গাদার সাথে জড়িয়ে ছিল। হোসেনপুর পল্লী বিদ্যুৎ অফিসের লোকজনকে বার বার বলার পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তারা যেনতেনভাবে বিদ্যুতের লাইন টেনে রেখে চলে যায়।
তাদের অবহেলায় এ মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন।



