মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে মোহাম্মদ শরীফ (৩২) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁও উপজেলার চরহোগলা বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শরীফ মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে আশপাশের নৌযানের সহযোগিতায় পাঁচ জেলে তীরে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ হয়ে পড়েন শরীফ। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘পানির গভীরতা ও প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ডুবুরি দল নিখোঁজ জেলেকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।’
এদিকে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্তের চেষ্টা চলছে।