‘বাংলাদেশে ভারতের দাদাগিরি চলবে না’বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘কারো রক্তচক্ষুকে বাংলার মানুষ ভয় পায় না। মহান আল্লাহর ওপর ভরসা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য নিজেদের কাজ করতে হবে।’
সোমবার (৯ জুন) সকালে সিরাজগঞ্জের সলঙ্গায় থানা জামায়াতের উদ্যোগে সলঙ্গা ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘যে জনগন জীবন ও রক্ত দিয়ে ভারতের সেবাদাস হাসিনাকে পরাজিত করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই জনগণ একটি দলের আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে।’
তিনি আরো বলেন, ‘যেন তেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র এ দেশের জনগণ মেনে নেবে না। গণহত্যার বিচার ও সংস্কার নিশ্চিত করে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আগ্রাসন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মূল শক্তি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর তাই ফ্যাসিবাদী হাসিনা সরকার মিথ্যা প্রসিকিউশন, মিথ্যা স্বাক্ষী উপস্থাপন করে মিথ্যা রায়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের হত্যা করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এটিকে নীতিভ্রষ্ট্র সাজা আখ্যা দিয়েছে। ব্রিটিশ আদালত ওই বিচারকে বিচারিক গণহত্যা বলে আখ্যা দিয়েছে।’
সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির রাশিদুল হাসান শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শায়খ ড. আব্দুস সামাদ, উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আমির অধ্যাপক শাজাহান আলী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: আলহাজ উদ্দিনসহ স্থানীয় নেতারা।