আশুগঞ্জে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছাম্মাত ফারহানা রহমান।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
অবহিতকরণ সভায় অতিথিরা
অবহিতকরণ সভায় অতিথিরা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোটগ্রহণ কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে গণভোট, পোস্টাল ভোট ও নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টায় আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছাম্মাত ফারহানা রহমান।

সভায় আশুগঞ্জ উপজেলার নির্বাচন প্রস্তুতি ও গণভোটের প্রচারণার বিষয়ে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া।

সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল আলম চৌধুরী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ, গণভোট ও পোস্টাল ভোটের সঠিক প্রয়োগসহ সংশ্লিষ্ট সবার দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোছাম্মাত ফারহানা রহমান বলেন, ‘গণভোট বিষয়ে দেশের জনগণের মধ্যে এখনো পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। সামনে সময় থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে গণভোট সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান বলেন, ‘সংবিধান একটি রাষ্ট্রের মূল ভিত্তি। সময়ের প্রয়োজনে সংবিধানে বিভিন্ন পরিবর্তন এসেছে এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জনগণের মতামত গ্রহণ করতেই সরকার গণভোটের উদ্যোগ নিয়েছে।’

তিনি নির্বাচনকে ঘিরে কেউ ভয়ভীতি বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।

জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস বলেন, ‘গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জনগণের মতামত গ্রহণ করতেই গণভোটের আয়োজন করা হচ্ছে। আমরা জেলার বিভিন্ন উপজেলায় জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।’

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।