চকরিয়ায় চিংড়ি ঘের নিয়ে গোলাগুলিতে নিহত ১

রাতে চিংড়ি ঘের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় শেখাব উদ্দিন গুলিবিদ্ধ হন।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়া থানা
চকরিয়া থানা |সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় এলাকায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে শেখাব উদ্দিন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সওদাগরঘোনা রাবার ড্যামের পাশে রামপুর আবাসন প্রকল্প-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শেখাব উদ্দিন উপজেলার শাহারবিল ইউনিয়নের রামপুর এলাকার মনজুর বলির ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে চিংড়ি ঘের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় শেখাব উদ্দিন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হচ্ছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।