চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় কিশোর নিহত

নিহত মো: পহর উদ্দিন দোহাজারী পৌর সদরের রহিম শিকদারের ছেলে। আহত কুতুবউদ্দিন তার চাচাতো ভাই বলে জানা গেছে।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chandanaish
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |নয়া দিগন্ত

চট্টগ্রামে কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মো: পহর উদ্দিন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে দোহাজারী জামিজুরি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো: পহর উদ্দিন দোহাজারী পৌর সদরের রহিম শিকদারের ছেলে। আহত কুতুবউদ্দিন তার চাচাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বিপরীতমুখী একটি দ্রুতগতির একটি মাইক্রোবাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে পহর উদ্দিন ও তার চাচাতো ভাই কুতুব উদ্দিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে, পরে চমেক হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে পহর উদ্দিন মারা যান। আহত কুতুব উদ্দীনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুব আলম বলেন, মাইক্রোবাসের ধাক্কায় নিহত ও আহতর বিষয়টি নিশ্চিত করেছেন। মাইক্রোবাসটি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।