পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদী বিএনপির একাংশ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল
পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে ঈশ্বরদী বিএনপির একাংশ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন।

সোমবার সন্ধ্যায় ঈশ্বরদী পৌর, উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে এই দাবি জানানো হয়।

বক্তারা এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন পরিবর্তন করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে পাবনা-৪ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান। অন্যথায় ঈশ্বরদীর এই সংসদীয় আসন পুনরুদ্ধার সম্ভব নয়।

এ দাবিতে সোমবার সন্ধ্যায় উপজেলা বিভিন্ন এলাকা থেকে দলের নেতাকর্মীরা শহরের রেলগেট বাস টার্মিনালে জড়ো হন। এরপর তারা জাকারিয়া পিন্টুকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা ও হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন পরিবর্তনের দাবিতে শহরের প্রধান সড়ক বরাবর মিছিল করেন। পরে ঈশ্বরদী বাজারে প্রধান ফটকের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা জানান, সম্প্রতি পাবনা-৪ আসনের জন্য বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণা করা হয়েছে। তবে আমরা তাকে চাইনি। আমরা দীর্ঘদিন ধরে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুকে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানিয়ে আসছিলাম। অথচ তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এ নিয়ে দলের অসংখ্য নেতা ও কর্মী ক্ষুব্ধ হয়েছেন। সেক্ষেত্রে আমরা প্রাথমিক মনোনয়নের পরিবর্তে হাবিবুর রহমান হাবিবকে বাদ দিয়ে জাকারিয়া পিন্টুকে চূড়ান্ত প্রার্থী ঘোষণার দাবি জানাচ্ছি।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুজ্জামান পিপ্পু, সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল এবং ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওন প্রমুখ।

পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে পতিত আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার সময় ফাঁসির আসামিসহ অসংখ্য হয়রানিমূলক মামলায় জাকারিয়া পিন্টুকে আসামি করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে এবং জেল খানা আটক রাখা হয়েছে। আমরা পাবনা-৪ আসনের জন্য এমন একজন ত্যাগী নেতাকে প্রার্থী হিসেবে দেখতে চাই। এর আগে প্রার্থী পরিবর্তনের দাবিতে শহরে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।