ময়মনসিংহের ত্রিশালে মুনতাসির ফাহিম (২২) নামে এক যুবককে হত্যার আধা ঘণ্টা পর ধারাল কুড়ালসহ থানায় আত্মসমর্পণ করেছেন তার বন্ধু অনিক মন্ডল (২২)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দরিরামপুর নজরুল অ্যাকাডেমি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার বাদলের ছেলে। তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন, কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছেন।
ঘাতক অনিক মন্ডল টাঙ্গাইলের একটি কলেজে অনার্সে অধ্যয়ন করছে। তিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনসুরুল আলম জানান, হত্যাকাণ্ডের পর হাতে রক্তাক্ত কুড়ালসহ থানায় এসে ঘটনার বর্ণনা করেছেন ঘাতক অনিক মন্ডল। সে পুলিশকে জানিয়েছে, ফাহিম তার অনেক ক্ষতি করেছে। পূর্ব শত্রুতার জেরে ফাহিমকে খুন করেছেন। এছাড়া অন্য কোনো কারণ আছে কিনা তা পুলিশ তদন্ত করছে।
ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



