মৌলভীবাজারে ভারী বর্ষণে পাহাড়ি টিলায় ধস, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণের কারণে রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের ২৪ নম্বরে পাহাড়ি টিলা ধসের ঘটনা ঘটে।

আব্দুল আজিজ, মৌলভীবাজার
ভারী বর্ষণে পাহাড়ি টিলায় ধস
ভারী বর্ষণে পাহাড়ি টিলায় ধস |নয়া দিগন্ত

মৌলভীবাজারে ভারী বর্ষণে রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পাশে টিলা ধ্স ও গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার (৩১ মে) সন্ধ্যা রাতে রাজনগর উপজেলার ২৪ নম্বর পাহাড়ি এলাকায় টিলা ধসের ঘটনা ঘটে। এ সময় আঞ্চলিক মহাসড়কের দু’পাশে গাড়িগুলো আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ৩০ মিনিট সড়ক বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মৌলভীবাজারে ভারী বর্ষণ হচ্ছে। মধ্যখানে বৃষ্টি কম থাকলেও বিকেল ৩টার পর ভারী বর্ষণ শুরু হয়। এ সময় ভারী বর্ষণের কারণে রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের ২৪ নম্বরে পাহাড়ি টিলা ধসের ঘটনা ঘটে। টিলা ধসের কারণে সেখানে থাকা পাহাড়ি গাছ সড়কের ওপর পড়ে দু’ পাশের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দু’ধারে গাড়িগুলো যানজটের মধ্যে পড়ে। ব্যস্ততম সড়কটি ৩০ মিনিটের মতো বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে গাছ সরালে সড়কের একপাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। তবে টিলা ধসের মাটি সড়ক থেকে সরানো যায়নি।

রাজনগর চা বাগানের শ্রমিক নেতা প্রদীপ যাদব বলেন, ‘আমি কুলাউড়া যাওয়ার পথে ২৪ নম্বর এসে দেখি সড়ক বন্ধ। সড়কের ওপরে পাহাড়ি টিলা ধসে পড়ার সাথে গাছও উপড়ে পড়েছে। পরে সেখান হেঁটে পাহাড় ধস এলাকা পাড়ি দিয়ে অন্য একটি গাড়িতে যাতায়াত করি। সড়ক বন্ধ হওয়ায় এ সময় অনেক মানুষ ভোগান্তিতে পড়েন।’

তিনি বলেন, ‘টিলা ধসের কারণে সড়কে মাটি রয়েছে। যার জন্য সড়ক পিচ্ছিল হয়ে পড়ে।’

রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আলী হোসেন বলেন, ‘আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে সড়কে পড়ে থাকা গাছ কেটে সরিয়ে গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করি। সড়কের এক পাশ দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করছে। সড়কের মাটি সরানো যায়নি।’