রাজবাড়ীর ইউনিয়ন পর্যায়ের গ্রামে রাতে রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে রাতের আধারে মুখোশ পড়ে মিছিল করেছে একদল নেতাকর্মী। এসময় মিছিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। দেখাযায়, মাস্ক পড়ে, মাথায় টুপি ও হেলমেট পড়ে স্লোগান দিচ্ছেন মিছিলকারীরা।
খবর পেয়ে পুলিশ ১১ অক্টোবর রাতে চারজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
গ্রেফতাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামের মরহুম আজাহার মিয়ার ছেলে জসিম উদ্দীন (৩৭) , জিলাল মিয়ার ছেলে রানা (২০), সাহাবুদ্দিনের ছেলে সোহাগ (২২), শাহিনের ছেলে সাকিব (২০) ।
এ ঘটনায় রাজবাড়ী যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল ওরফে জামাই সোহেল সহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫-২০ জন অজ্ঞাত করে রাজবাড়ী সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ( সংশোধনী- ২০১৩) ৭(৩)/৮/৯(৩)/ ১০/১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ওই মিছিলের ব্যানারে লেখাছিলো, চলো চলো ঢাকা চলো ১৩ তারিখের লকডাউন সফল করো। প্রচারে: নুরুজ্জামান মিয়া সোহেল, সাধারণ সম্পাদক যুবলীগ, রাজবাড়ী শাখা।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর নজরে নেন প্রশাসন ।
এ ঘটনায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ও রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ১৫-২০ জনের একটি দল রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে মিছিল বের করে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।



