মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

শনিবার (১৫ নভেম্বর) রাত প্রায় ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে পৃথক এই দুটি দুর্ঘটনা ঘটে বলে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা
ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) রাত প্রায় ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে পৃথক এই দুটি দুর্ঘটনা ঘটে বলে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

তিনি জানান, রাত ৮টার দিকে খবর পেয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সমসপুর নামক স্থানে দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স মাওয়ামুখী লেনে চলার সময় হঠাৎ এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত সোয়া ৮টার দিকে শ্রীনগর উপজেলার ওমপাড়া নামক স্থানে। বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম মাহমুদুল হক নয়া দিগন্তকে জানান, রাত সোয়া ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ওমপাড়া নামক স্থানে ঢাকামুখী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালিয়ে এসে পথচারী অজ্ঞাতনামা পুরুষকে (৪৫) ধাক্কা দেয়। এ সময় হাইওয়ে পুলিশের সহায়তায় তাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।