কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তৌফিক (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আনোয়ারখালী এলাকার একটি বসতঘর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
নিহত তৌফিক উপজেলার তারাকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ব্রয়লার মুরগি পরিবহনের গাড়ি চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে স্থানীয় লোকজন পাশের গ্রামের ইউসুফ আলীর বাড়ির আশপাশে ঘুরাঘুরি করতে দেখেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে এক নারী ইউসুফের ঘরে অটোবাইকের নিচে তাকে পরে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এখনই বলা যাচ্ছে না। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে খবর দেয়া হয়েছে।’
পাকুন্দিয়া থানার এসআই আশিষ কুমার দাস যুবকের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হতে পারে। যে ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে সেখানে একটি অটোবাইক চার্জে লাগানো ছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।