জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে ঐকমত্যে না পৌঁছানো গেলে ‘জুলাই সনদের’ স্বাক্ষর হওয়া নিয়ে তিনি যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন।
আজ সোমবার সকালে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
গতকাল রোববার শেরপুরে পদযাত্রার কর্মসূচি শেষে জামালপুর সফররত এনসিপি নেতারা আজ সোমবার সকালে জামালপুর সার্কিট হাউসে মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপি প্রধান এই সংশয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, উচ্চকক্ষ গঠন নিয়ে ভোটের অনুপাত অনুযায়ী পিআর পদ্ধতি অনুসরণ করা জরুরি, যা ক্ষমতায়ন ও জবাবদিহিতার জন্য গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ঐকমত্য না হলে ‘জুলাই সনদের’ স্বাক্ষর অনিশ্চিত।
তিনি আশা প্রকাশ করেন যে আগামী ৫ আগস্টের মধ্যে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ চূড়ান্ত হোক।
নাহিদ ইসলাম প্রশাসনের নিরপেক্ষ আচরণ নিয়েও প্রশ্ন তোলেন এবং জানান, ‘জুলাই সনদ’ চূড়ান্ত হওয়ার পরই নির্বাচন বিষয়ে আলোচনা হবে। নির্বাচনের আগে একটি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, দুপুরে জামালপুর শহরের তমালতলা মোড় থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শুরু হয়। ফৌজদারি এলাকায় একটি পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। জামালপুরে কর্মসূচি শেষে নেতারা ময়মনসিংহ যাবেন বলে জানা গেছে।
এর আগে, রোববার সন্ধ্যায় জামালপুর শহরে পৌঁছানোর পর নেতারা চামড়াগুদাম আল জামিয়াতুল হাবিবিয়া কওমি মাদরাসা, হজরত শাহ জামাল (র.)-এর মাজার এবং দয়াময়ী মন্দির পরিদর্শন করেন। এরপর তারা জামালপুর সার্কিট হাউস ও বিভিন্ন আবাসিক হোটেলে রাত যাপন করেন।
সভায় নাহিদ ইসলাম ছাড়াও সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, নাহিদা সরওয়ার, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আবদুল হান্নান, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান, সংগঠক মোসাদ্দেকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলার প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান।