বগুড়া-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।

Location :

Bogura
বগুড়ায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন
বগুড়ায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন |নয়া দিগন্ত

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।

অধ্যক্ষ শাহাবুদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সংসদীয় আসন কমিটির পরিচালক উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, সারিয়াকান্দি উপজেলা আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, সোনাতলা উপজেলা আমির সহকারী অধ্যাপক ফজলুল করিম এবং শহর জামায়াতের নেতা অ্যাডভোকেট শাহিন মিয়া।

মনোনয়নপত্র উত্তোলন শেষে অধ্যক্ষ শাহাবুদ্দিন দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় সোনাতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সোনাতলা উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি মাওলানা জহুরুল ইসলামসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।