গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

এ সময় তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও স্টোর রুম পরিদর্শনসহ জরুরি কাগজপত্র যাচাই করেন।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
হাসপাতালে দুদকের অভিযান
হাসপাতালে দুদকের অভিযান |নয়া দিগন্ত

গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও স্টোর রুম পরিদর্শনসহ জরুরি কাগজপত্র যাচাই করেন।

রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম সেখানে অভিযান চালায়।

অভিযান শেষে দুপুরে দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আফসার উদ্দিন সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি জানান, প্রধান কার্যালয়ের অনুমতি নিয়ে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয় এ হাসপাতালে। সেখানের আউটসোর্সিংয়ে জনবল নিয়োগসংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে কাজ করা হয়। অভিযানের সময় আউটসোর্সিংয়ের নিয়োগসংক্রান্ত অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদক প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।