সিলেটে ফের সচল হলো শতাধিক সিসি ক্যামেরা

‘নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে শতাধিক সিসি ক্যামেরা প্রতিস্থাপন শেষে চালু করা হয়েছে। এর মাধ্যমে নগরীর অপরাধ দমন, অপরাধী শনাক্ত এবং ট্রাফিক নিয়ন্ত্রণ আরও সহজ হবে।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে ফের সচল হলো শতাধিক সিসি ক্যামেরা
সিলেটে ফের সচল হলো শতাধিক সিসি ক্যামেরা |নয়া দিগন্ত

সিলেট নগরীতে চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও নিরাপত্তা নজরদারি বাড়াতে সচল করা হয়েছে শতাধিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (২১ জুলাই) থেকে শতাধিক সিসি ক্যামেরা সচল হয়েছে বলে সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে। এর ফলে ফের এসএমপির কন্ট্রোল রুম থেকে নগরীর গুরুত্বপূর্ণ এলাকা নজরদারির আওতায় এসেছে।

মঙ্গলবার (২২ জুলাই) সরেজমিনে ঘুরে, দীর্ঘদিন বন্ধ থাকার পর নগরীর বন্দরবাজার, সিটি পয়েন্ট, কোর্ট পয়েন্ট, জিন্দবাজার, চৌহাট্টা পয়েন্ট, জেল রোড, আম্বরখানা, শাহজালাল মাজার, রিকাবীবাজার, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, হুমায়ুন রশীদ চত্তর, নাইওরপুল, কিনব্রিজ, সুরমা পয়েন্ট, কুমারপাড়া, মির্জা জাঙ্গাল, রেলওয়ে স্টেশন, বরইকান্দি, সুবিদবাজার, শাহী ঈদগাহ, আখালি পয়েন্টসহ অধিকাংশ সিসি ক্যামেরা সচল হতে দেখা গেছে। এসএমপির কন্ট্রোল রুম থেকে এসব সিসি ক্যামেরার ফুটেজগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

জানা গেছে, ২০২১ সালে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরীতে ১১০টি সিসি ক্যামেরা স্থাপন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এরপর আরো কিছু নতুন সিসি ক্যামেরা স্থাপন করা হয়। সবমিলিয়ে নগরীতে প্রায় দুই শতাধিক ক্যামেরা স্থাপন হয় বলে সিসিক ও এসএমপি সূত্রে জানা গেছে। তবে চালুর কিছুদিন পর রক্ষণাবেক্ষণের অভাবে ফের বন্ধ হয়ে যায় প্রায় সব সিসি ক্যামেরা। দুই বছর পর ২০২৪ সালের মার্চে আবারো ক্যামেরাগুলো সচলের উদ্যোগ নেয় সিলেট সিটি করপোরেশন। তখন সবগুলো সম্ভব না হলেও ২০টি ক্যামেরা প্রতিস্থাপনও করা হয়েছিল। এরপর জুলাই-আগস্ট আন্দোলনের পর প্রায় নগরীর সকল সিসি ক্যামেরা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এরপর থেকে একাধিক বার উদ্যোগ নেয়া হলেও সফলতার মুখ দেখেনি। অবশেষে সোমবার এসএমপির সহায়তায় শতাধিক সিসি ক্যামেরা সচল করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে শতাধিক সিসি ক্যামেরা প্রতিস্থাপন শেষে চালু করা হয়েছে। এর মাধ্যমে নগরীর অপরাধ দমন, অপরাধী শনাক্ত এবং ট্রাফিক নিয়ন্ত্রণ আরও সহজ হবে। আর ক্যামেরাগুলো এসএমপি কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা হচ্ছে।’