লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো: সাইফুল ইসলাম বলেছেন, ‘পদুয়া বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধভাবে দখলে থাকা দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
শুক্রবার (১৪ নভেম্বর) তিনি এ হুঁশিয়ারি দেন।
এদিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া তেওয়ারি হাট বাজারের রাস্তা দখল করে অবৈধভাবে দোকানপাট করার অভিযোগ উঠেছে।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারের নির্মাণ করা প্লাটফর্মের বাইরে গিয়ে রাস্তা দখল করে কয়েকটি দোকান করা হয় যার ফলে সংকুচিত হয়ে পড়েছে সাধারণ মানুষ চলাচলের রাস্তা।
এ বিষয়ে পদুয়া বাজারের ইজারাদার মোহাম্মদ আলমগীর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারের(ভূমি) বরাবরে পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদুয়া বাজারে সরকারের নির্মাণ করা প্লাটফর্ম দখল করে কতিপয় কিছু অসাধু লোক বিভিন্ন দোকান পরিচালনা করে আসছেন। ফলে বাজারে চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়েছে এবং সাধারণ ক্রেতা ও বিক্রেতারা চরম ভোগান্তিতে পড়ছেন। ঠিকমত পদুয়া বাজার থেকে ইজারা পাচ্ছে না ইজারাদার।
ইজারাদার মোহাম্মদ আলমগীর জানান, পদুয়া তেওয়ারী হাট বাজারের অবৈধ স্থাপনার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতারা চরম ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । বাজারের সুনাম নষ্ট হচ্ছে। অবৈধ দখলদারদের কারণে ইজারা ঠিকভাবে পাচ্ছি না। আমার আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
লোহাগাড়ার ইউএনও মো: সাইফুল ইসলাম বলেন, ‘পদুয়া বাজারে অবৈধ দখলদার উচ্ছেদ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বাজারে অবৈধভাবে যারা দখলে রয়েছে দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো অবস্থায় বাজারের সুনাম নষ্ট করা যাবে না।‘



