ভাণ্ডারিয়ায় নদীতে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলের কারাদণ্ড

‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোনা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দু’টি নৌকা জব্দ করা হয়েছে। তবে, এ সময় খালেক নামে একজন পালিয়ে গেছে।’

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
নদীতে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে আটক তিন আসামি
নদীতে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে আটক তিন আসামি |নয়া দিগন্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পোনা নদীতে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল ৬টার দিকে ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় পোনা নদীতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) ও কামলা খলিফা (৪৫)।

সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার। ভ্রাম্যমাণ আদালতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৩ (সি) ধারায় হাফিজুল খানকে এক মাসের কারাদণ্ড, রফিকুল ইসলাম ও কামল খলিফাকে ১৫ দিন কারদণ্ড এবং প্রতেককে পাঁচ শ’ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম।

ভাণ্ডারিয়া কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো: রাজু আহম্মেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোনা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দু’টি নৌকা জব্দ করা হয়েছে। তবে, এ সময় খালেক নামে একজন পালিয়ে গেছে।’