১৪৪ ধারা ভঙ্গ করে ভিপি নুরের সংবাদ সম্মেলন ও শোডাউন

আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ও সংঘর্ষের সম্ভাবনা থাকায় গলাচিপা পৌরসভা ও আশপাশের এলাকায় শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৮৯৮ ধারা অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়েছে।

হারুন অর রশিদ, গলাচিপা (পটুয়াখালী)

Location :

Galachipa
ভিপি নুরের মোটরসাইকেল শোডাউন
ভিপি নুরের মোটরসাইকেল শোডাউন |নয়া দিগন্ত

পটুয়াখালীর গলাচিপায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংবাদ সম্মেলন ও মোটরসাইকেল শোডাউন করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী।

জানা গেছে, চর বিশ্বাস ইউনিয়ন ও বকুলবাড়িয়া ইউনিয়নের বিএনপি ও গনঅধিকার পরিষদের সংঘটিত সংঘর্ষের প্রেরিপেক্ষিতে উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদ প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল। এতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ও সংঘর্ষের সম্ভাবনা থাকায় গলাচিপা পৌরসভা ও আশপাশের এলাকায় শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৮৯৮ ধারা অনুযায়ী ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু এই ধারা অমান্য করে ভিপি নুর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন ও শনিবার সকাল ১০টার দিকে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে মোটরসাইকেল শোডাউন করে চরবিশ্বাস ইউনিয়নে তার গ্রামের বাড়ি যান।

১৪৪ ধারা ভঙ্গের বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, ‘বিষয়টি আমি এখনই খোঁজখবর নিয়ে দেখছি।’