কুলাউড়ার মুরইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

মুরইছড়া সীমান্ত এলাকায় বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়াই সুখিরাম উরাংয়ের ওপর গুলি চালায় বিএসএফ। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
মুরইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক সুখিরাম উরাং নিহত হয়েছেন
মুরইছড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক সুখিরাম উরাং নিহত হয়েছেন |প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে সুখিরাম উরাং নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত সুখিরাম উরাং মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, মুরইছড়া সীমান্ত এলাকায় বিনা উস্কানিতে কোনো কারণ ছাড়াই সুখিরাম উরাংয়ের ওপর গুলি চালায় বিএসএফ। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন জানান, নিহত সুখিরাম উরাংয়ের পেছনে ডানপাশের পাঁজরে গুলি লাগে। হাসপাতাল থেকে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, মুরইছড়া সীমান্তে এক যুবকের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি ভারতীয় বিএসএফ অস্বীকার করেছে। তবে বর্তমানে এ বিষয়ে দু ’দেশের মধ্যে পতাকা বৈঠক চলছে।