কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেলের ধাক্কায় ফেরদৌস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মোটরসাইকেলসহ চালককে আটক করে।
স্থানীয়রা জানান, শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া থানার মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস থানার মোড় দফাদার পাড়া এলাকার আজিমউদ্দীন দফাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফেরদৌস থানার মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।



