চাঁপাইনবাবগঞ্জ-৩

শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সাবেক ভিপি মো: নূরুল ইসলাম বুলবুল।

নয়া দিগন্ত অনলাইন
শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল
শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সাবেক ভিপি মো: নূরুল ইসলাম বুলবুল।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: শাহাদাত হোসেন মাসুদের হাতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন শহীদ আসাদুল্লাহ তুহিনের বাবা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক জেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা আমির মাওলানা আবু জার গিফারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকরা।

মনোনয়ন পত্র জমা দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে প্রশাসনকে নিরপেক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিতে হবে।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নির্বাচনের বিকল্প নেই। যারা জুলাই চেতনা লালন করে, জুলাই চেতনায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ জনগণ তাদেরকেই নির্বাচিত করবে।’

জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে তিনি আহ্বান জানান।