ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির দুটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ মনোনয়ন চূড়ান্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপিমনোনীত সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মনোনয়ন পেয়েছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম জামালকে মনোনীত করা হয়েছে। তিনি ঝালকাঠি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও ঘোষণা করা হয়।
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য প্রয়াত জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ও ঝালকাঠি-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
এদিকে মনোনয়ন চূড়ান্ত করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে।



