বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডিসি

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বরিশালের বিভিন্ন কলেজের ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, উচ্ছ্বাস ও তরুণদের প্রাণচাঞ্চল্য।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন |ছবি : নয়া দিগন্ত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানের মধ্য দিয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষে বরিশালে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো: খায়রুল আলম সুমন।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তারুণ্যের ইতিবাচক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সুস্থ ধারার দিকে পরিচালিত করতে নিয়মিত এমন আয়োজন করতে হবে। এই টুর্নামেন্ট তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পথ দেখাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে বরিশালের বিভিন্ন কলেজের ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, উচ্ছ্বাস ও তরুণদের প্রাণচাঞ্চল্য।