চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের ২২ নেতাসহ মোট ৫৫ জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে নতুন সদস্যদের বরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ২২ জন নেতা জামায়াতে ইসলামীতে যোগ দেন। এছাড়া রানা আলী নামের আরেকজনের নেতৃত্বে ১৫ জন এবং গ্রাম পর্যায়ের আরো ১৮ জন সাধারণ মানুষ দল বদল করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাখালডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মহসিন আলী। প্রধান অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান, সাজিবুল ইসলাম নয়ন, আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার ও ডা: আহমদ মনিরসহ দলীয় নেতাকর্মীরা।
নতুন সদস্য শাহিন আলী বলেন, ‘ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সাথে আমাদের কাজের ধারা ও মানসিকতার মিল পাচ্ছিলাম না। ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করার প্রত্যয়ে আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে সবাই একসাথে কাজ করব।’
জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।’



