কক্সবাজারের ঈদগাঁওতে নলকূপের গর্তের পানিতে ডুবে মাজেদুল ইসলাম মাহিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পোকখালি ইউনিয়নের দক্ষিণ নাইক্যংদিয়ায় এ ঘটনা ঘটে।
শিশু মাহিন ওই এলাকার সৌদি প্রবাসী আবু শামার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাইফুল ইসলাম বলেন, কয়েকদিন আগে বাড়ির উঠানে নতুন নলকূপ স্থাপন করার জন্য গর্ত খোড়া হয়। নলকূপের কাজ শেষ হলেও গর্তটি খোলা ছিল। খেলার সময় গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।