বড়াইগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের তালশো গ্রামে এ ঘটনা ঘটে।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Natore
নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে নাফিয়া খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার নগর ইউনিয়নের তালশো গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাফিয়া তালশো গ্রামের নাজমুল ইসলামের একমাত্র মেয়ে বলে জানা গেছে।

নগর ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা জানান, দুপুরে শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এ সময় তার মা রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পরে তাকে দেখতে না পেয়ে তার মাসহ স্বজনরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে তার অচেতন দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত ঘোষণা করা হয়।