বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ‘স্বৈরাচারের পতনে শেখ হাসিনা পালিয়েছে। এতে ১৮ বছরের যন্ত্রণা দূর হয়েছে। এখন মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে। ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের অবদান বিএনপি কখনো ভুলবে না। আমরা তাদের স্যালুট জানাই।’
বুধবার (৬ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে নীলফামারী জেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালিপূর্ব ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আগামী জাতীয় নির্বাচনে সবাইকে একত্রিত থেকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, আহ্বায়ক কমিটির সদস্য আবু মোহাম্মদ সোয়েম ও মুক্তার হোসেন। সমাবেশ পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেখান থেকে বিজয় র্যালি বের করে নেতাকর্মীরা। র্যালিটি শহরের গাছ বাড়ি গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।