অপারেশন ডেভিল হান্ট ফেজ-২

রংপুর বিভাগে ৮৩৪ জন গ্রেফতার

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের গোপন পরিকল্পনা, নাশকতা তৈরিসহ বিভিন্ন পরিকল্পনার তথ্য নিশ্চিত হওয়া গেছে। যা পরবর্তী অপারেশনে কাজে লাগবে।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
ছবি : নয়া দিগন্ত

ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ তে গেলো ২০ দিনে রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে ৮৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (অপারেশন) জানান, গত ১৩ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ এর আওতায় অপারেশন চালায় পুলিশ। এই সময়ে রেঞ্চে ৮৩৪ জনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে রংপুরে ৯৯ জন, গাইবান্ধায় ৮৭, কুড়িগ্রামে ১৫৭, লালমনিরহাটে ১১৪, নীলফামারীতে ৮৩, দিনাজপুরে ১৮৪, ঠাঁকুরগাঁওয়ে ৫৩ এবং পঞ্চগড় থেকে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতাররা সবাই রেঞ্জের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহেযাগী সংগঠনের নেতাকর্মী। তাদের সবার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা, হত্যা চেষ্টা, হামলা ভাংচুর, অগ্নি সংযোগ এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলা আছে।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের গোপন পরিকল্পনা, নাশকতা তৈরিসহ বিভিন্ন পরিকল্পনার তথ্য নিশ্চিত হওয়া গেছে। যা পরবর্তী অপারেশনে কাজে লাগবে।

তিনি জানান, আমরা কাউকেই ছাড় দেবো না। যারাই অরাজকতা তৈরির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।