সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়া হাতি ১৭ ঘণ্টা পর উদ্ধার

‘হাতিটিকে খাদ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, তারা বিষয়টি দেখছেন। মেডিক্যাল টিম অনুমান করছে, হাতিটির পেছনের দিকের কোনো হাড় বা পায়ের কোনো হাড় হয়ত ভেঙে গেছে।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
খাদে পড়ে যাওয়া হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে
খাদে পড়ে যাওয়া হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

সিলেটে ট্রেনের ধাক্কায় খাদে পড়ে থাকা একটি হাতিকে প্রায় ১৭ ঘণ্টা পর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকা থেকে হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে, শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ট্রেনের ধাক্কায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকার প্রগতি ফিলিং স্টেশনের পাশের একটি খাদে হাতিটি পড়ে যায়।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান নয়া দিগন্তকে বলেন, ‘দুর্ঘটনার শিকার হাতিটিকে উদ্ধার করে একটি পরিষ্কার জায়গায় নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।’

ফায়ার সার্ভিস দক্ষিণ সুরমা স্টেশনের ফায়ার ফাইটার বেলাল আহমেদ বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ও বন বিভাগকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে এক্সকেভেটরের সাহায্যে রশি দিয়ে টেনে হাতিটিকে ওপরে তোলা হয়।’

এ ঘটনায় সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুরুল ইসলাম বলেন, ‘ট্রেনের ধাক্কায় হাতি আহত হওয়ার খবর সকাল থেকে শুনছি। তবে, আমাদের রেলওয়েতে এমন কোনো দুর্ঘটনার কথা উল্লেখ করা হয়নি।’

দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘হাতিটিকে খাদ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণের জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, তারা বিষয়টি দেখছেন। মেডিক্যাল টিম অনুমান করছে, হাতিটির পেছনের দিকের কোনো হাড় বা পায়ের কোনো হাড় হয়ত ভেঙে গেছে।’