পটুয়াখালীতে শরীফ ওসমান হাদি নিহতের ঘটনায় বিক্ষোভ

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

‎গোলাম কিবরিয়া, ‎পটুয়াখালী

Location :

Patuakhali
পটুয়াখালীতে বিক্ষোভ
পটুয়াখালীতে বিক্ষোভ |নয়া দিগন্ত

পটুয়াখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা জেলার পৌর শহরের ঝাউতলার হৃদয় তরুয়া চত্বরে পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যর সভাপতি আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী সর্বদলীয় জুলাই ঐক্যর সমন্বয়ক আতিকুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, এনসিপির যুগ্ম-সমন্বয়কারী বশির আহমেদ, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মো: মিরাজ ইমতিয়াজ, ইসলামি ছাত্রশিবিরের পটুয়াখালী সভাপতি রাকিবুল ইসলাম নূর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তোফাজ্জল হোসেন প্রমুখ।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন দলের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। তারা স্লোগানে বলেন, ‘ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কবো’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘গোলামী না আজাদী, আজাদী, আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি ঘরে ঘরে’, ‘আমার ভাই কবরে, হাসিনা কেনো ভারতে?’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ে রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমরা ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘হাদি ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘এক হাদি চলে গেল, লক্ষ্য হাদি তৈরি হলো’, ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও, গুড়িয়ে দাও’।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ওসমান হাদির হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।