সাভারে টাকার অভাবে চিকিৎসাবঞ্চিত ৯ মাসের শিশু ইয়াসিন

ছেলের পায়খানা ও প্রস্রাব বন্ধ। নলের মাধ্যমে তা ত্যাগ করানো হচ্ছে। সারাক্ষণ ছেলেটা চিৎকার করছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

সাভার সদর ইউনিয়নের কলমার জিনজিরা গ্রামের কাঠমিস্ত্রি লালন মোল্লার ৯ মাস বয়সী ছেলে মো: ইয়াসিন চিকিৎসা সঙ্কটে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ৪০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা শিশুটির পায়খানা ও প্রস্রাবের স্থানে টিউমার ধরা পড়েছে। অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে এক লাখ টাকা প্রয়োজন হলেও অর্থাভাবে চিকিৎসা থমকে গেছে।

রোববার ১৭ আগস্ট ইয়াসিনকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে টেস্ট ও বেড ভাড়াসহ প্রায় ৯০ হাজার টাকার বিল হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিল পরিশোধের জন্য চাপ দিলে ইয়াসিনের বাবা লালন মোল্লা স্ত্রী ও সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে যান। আজ বৃহস্পতিবার পর্যন্ত তিনি পরিবারের সাথে কোনো যোগাযোগ করেননি।

শিশুটির মা জেসমিন আক্তার জানান, ‘ছেলের পায়খানা ও প্রস্রাব বন্ধ। নলের মাধ্যমে তা ত্যাগ করানো হচ্ছে। সারাক্ষণ ছেলেটা চিৎকার করছে। বাবা বিলের কথা শুনে পালিয়ে গেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নি।’

এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের দায়িত্বরত এক সেবিকা জানান, ‘শিশুটিকে দ্রুত অপারেশন করা জরুরি। তার ফাইল বৃহস্পতিবার হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়ে গেছেন।’

এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিশু ইয়াসিনের পরিবার সাভার সদর ইউনিয়নের কলমার জিনজিরা গ্রামে ভাড়া থাকেন। তাদের স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বড়টিয়া গ্রামে। চিকিৎসা ব্যয় বহনের অক্ষমতায় শিশুটির জীবন সংকটে পড়েছে।