সাভার (ঢাকা) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে মনোনয়ন দাখিল করা ১১ জনের মধ্যে ৯ জনের প্রার্থিতা বৈধ হয়েছে। মনোনয়নপত্র বাতিল হয়েছে এক স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থীর।
শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেয়া হয়।
যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণ করা হয়েছে তারা হলেন বিএনপির ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, জামায়াতে ইসলামীর মাওলানা মো: আফজাল হোসেন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইসরাফিল হোসেন সাভারী, গণঅধিকার পরিষদের শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান, খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চৌধুরী হাসান সাহরাওয়ার্দী ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থী দিলশানা পারুল।
এছাড়া মনোনয়ন বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো: হারুনুর রশিদ ও বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো: কামরুলের।
সাভার উপজেলা নির্বাহী অফিসার ও ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সহকারী রিটার্নিং অফিসার মো: সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।



