সিরাজগঞ্জ পৌরসভার বাহিরগোলা এলাকার দু’মহল্লার মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এ সময় খবর পেয়ে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বিকেলে যৌথ বাহিনী অভিযানে ওই চারজনকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শনিবার (৫ এপ্রিল) বাহিরগোলা মহল্লায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে থেমে থেমে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।
রোববার সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাওহীরের নেতৃত্বে পেট্রোল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে যৌথ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। যৌথবাহিনীর অভিযানের পর ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিরাজগঞ্জ সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী দিন রাত কাজ করে যাচ্ছে। যেকোনো এলাকায় এ ধরনের বিশৃঙ্খলায় সেনাবাহিনী নজরদারিতে রাখবে এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে।