মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

মিজানুর রহমান, মোরেলগঞ্জ (বাগেরহাট)

Location :

Morrelganj
মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৪
মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিয়াম গাজী (২১) নামে এক যুবক নিহত ও তার বাবা অপবসরপ্রাপ্ত সেনাসদস্য মজিবর রহমান গাজীসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোরেলগঞ্জের শাহাবাড়ির পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পিরোজপুর থেকে বাগেরহাটগামী একটি বাসের সাথে একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত সিয়াম গাজী তেলিগাতী গ্রামের বাসিন্দা। এদিকে আহত মজিবর রহমান গাজী, ইজিবাইকচালক বাপ্পি ও অজ্ঞাত পরিচয়ের অপর একজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিশপুরা পুলিশ ফাঁড়ির আইসি এস আই তমিজ উদ্দিন জানান, মজিবর রহমান গাজী ছেলেকে সাথে নিয়ে তার এক আত্মীয়ের মৃত্যুর সংবাদে ইজিবাইকে করে পিরোজপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তার ছেলে সিয়াম গাজী নিহত হন। নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক বাসটি জব্দের চেষ্টা চলছে।