ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ তরুণের মৃত্যু

সহপাঠী ও স্থানীয়রা মুমিন ও মাহেদীকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bhaluka

ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক মোটরের সাহায্যে খালের পানি সেচে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মুমিন (১৮) ও মাহেদী হাসান (১৯) নামের দুই তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল মুমিন জেলার ভালুকা উপজেলার মামারিশপুর গ্রামের উজ্জল মিয়ার ছেলে এবং মাহেদী হাসান জেলার মুক্তাগাছা উপজেলার বনবাংলা বাজার এলাকার আব্দুল মোতালেবের ছেলে। তারা দুজনেই ভালুকার মাদরাসাতু রওজাতুস সুন্নাহ আল আরাবিয়া মাদরাসার মিজান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন শিক্ষার্থী মাদরাসার সামনের খালে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে পানি সেচে মাছ ধরছিল। একপর্যায়ে মুমিন ও মাহেদী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সহপাঠী ও স্থানীয়রা মুমিন ও মাহেদীকে দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র : বাসস