বামনায় মডেল মসজিদের নির্মাণ বিলম্বে ক্ষুব্ধ জনতার মানববন্ধন

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা গোলচত্বরে বামনা প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বামনা (বরগুনা) সংবাদদাতা

Location :

Barguna
মডেল মসজিদের নির্মাণ বিলম্বে ক্ষুব্ধ জনতার মানববন্ধন
মডেল মসজিদের নির্মাণ বিলম্বে ক্ষুব্ধ জনতার মানববন্ধন |নয়া দিগন্ত

বরগুনার বামনা উপজেলায় ছয় বছরেও মডেল মসজিদের নির্মাণকাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধন করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা গোলচত্বরে বামনা প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মজনু, উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি সোবাহান খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রায়হান নাজির ধলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সজিব হোসেন মুন্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

মানববন্ধন শেষে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে নিয়ে বামনা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু নাসের মো: গোলাম কিবরিয়া স্থানীয়দের পক্ষে একটি স্মারকলিপি প্রদান করেন।