ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাথে বরগুনায় বিএনপি-জামায়াত প্রার্থীদের বৈঠক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী ও জোট প্রার্থীরা।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাথে বরগুনায় বিএনপি-জামায়াত প্রার্থীদের বৈঠক
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সাথে বরগুনায় বিএনপি-জামায়াত প্রার্থীদের বৈঠক |নয়া দিগন্ত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাথে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামী ও জোট প্রার্থীরা।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে ভিকিন্তা রোসিনাইতে এবং ফেলো পিটার বাহচেভানোভদের সাথে প্রথমে বরগুনা-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লার সাথে প্রথমে হোটেল উৎসবে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদল।

এরপর সকাল ১১টার দিকে হোটেল বে-অব বেঙ্গলে বরগুনা-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর জোট প্রার্থী ডা: সুলতান আহমদের সাথে আরেকটি বৈঠক করেন তারা।

জানা যায়, বৈঠকগুলোতে প্রার্থীরা অবাধ,সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিএনপি প্রার্থী মো: নজরুল ইসলাম মোল্লা ও জামায়াত প্রার্থী ডা: সুলতান আহমদ জানান, তারা একটি ভয়ভীতি ও প্রভাবমুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় ইইউ পর্যবেক্ষকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন সংসদ নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক ভিকিন্তা রোসিনাইতে এবং ফেলো পিটার বাহচেভানোভ।