সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের যেভাবে প্রচার-প্রচারণা চালানোর দরকার ছিল তা হয়নি; এটি দুঃখজনক! জনগণের কাছে স্বৈরাচারী রাষ্ট্র কাঠামো ও সংস্কারের বিষয়টি পরিষ্কার করতে সরকারকে যথাযথ প্রচার-প্রচারণা চালাতে হবে।’
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমির কনভেনশন সেন্টারে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘গণভোটে মৌলিক সংস্কারের বিষয়ে সব নাগরিকদের মতামত দেয়ার সুযোগ হবে। ৪৮টি বিষয়কে চারটি ভাগে প্যাকেজ করে হ্যাঁ/না ভোটের মাধ্যমে গণভোট হবে। হ্যাঁ ভোট সংস্কারের পক্ষে এবং না ভোট স্বৈরাচারী রাষ্ট্র কাঠামোর পক্ষে।’
তিনি বলেন, ‘সুজনের পক্ষ থেকে প্রস্তুতি চলেছে, শিগগিরই গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা চালানো হবে। সংস্কারের সুফল কী? তা মানুষ জেনে বুঝে ভোট দিতে পারবে। ‘হ্যাঁ’ ভোট দিলে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে আর ‘না’ ভোট দিলে স্বৈরাচারী কাঠামো বহাল থাকবে।’
সম্পাদক বলেন, ‘নির্বাচনকে ঘিরে টাকার ছড়াছড়ি, মনোনয়ন বাণিজ্য ও কাকে মনোনয়ন দেয়া হচ্ছে আমরা তা জানি। কিন্তু আমরা চুপ থাকবো না। আমরা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বার বার দাবি করে আসবো। কারণ আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। এ রক্তের সাথে আমরা বিশ্বাস ঘাতকতা করতে পারি না।’
তিনি বলেন, ‘জনগণকে সুষ্ঠু নির্বাচনের পক্ষে থেকে গণতান্ত্রিক উত্তরণে গণভোটে অংশ নিতে হবে। কারণ গণভোটে ‘হ্যাঁ’ পাস না হলে আবারো পুরনো অবস্থায় ফিরে যাব।’
তিনি আরো বলেন, ‘সংস্কারের বিষয়ে গণভোট অন্তর্ভুক্ত, পঞ্চদশ সংশোধনীর রায় হওয়ার কথা ছিলো গত বৃহস্পতিবার। দুর্ভাগ্যবশত এটি স্থগিত হয়েছে আপিল বিভাগে। আশা করি আগামী মার্চে শুনানি হলে তত্ত্ববধায়ক সরকার ফিরে আসবে।’
সুজনের জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।



