লালমনিরহাটের ৩টি আসনেই প্রতীক বরাদ্দ

বুধবার (২১ জানুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনেই প্রতীক বরাদ্দ হয়েছে।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাটের ৩টি আসনেই প্রতীক বরাদ্দ
লালমনিরহাটের ৩টি আসনেই প্রতীক বরাদ্দ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনেই প্রতীক বরাদ্দ হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের হল রুমে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার।

প্রতীক বরাদ্দের সময় জেলা নির্বাচন অফিসার কামরুল হাসানসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত প্রার্থী ও কর্মীদের মাঝে নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনা করেন। উৎসব মুখর পরিবেশে এ প্রতীক বরাদ্দ হয়। এ সময় প্রার্থীরা শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণার অঙ্গীকার ব্যক্ত করেন।

লালমনিরহাটের ৩টি আসনে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম, জনতার দল, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।