চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’-এর ইএনসিএপি সিরেমনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ অনুষ্ঠানে দুই দেশের বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ বলেন, ‘মহড়ার মূল লক্ষ্য দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি অর্জন। স্বাস্থ্যসেবা দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেয়া আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থানীয় জনগণের সরাসরি উপকারে আসবে।’
মিশন কমান্ডার মেজর জুদাহ জানান, নারী ও শিশুস্বাস্থ্য উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ ছাড়া ইএনসিএপি প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো সংস্কার, ভবন মেরামত, স্যানিটেশন উন্নয়ন এবং অপারেশন থিয়েটারের জন্য আধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র টিমের সিনিয়র সদস্য কার্নেল অ্যান্ড্রু ব্রি, যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি মেজর গ্রিন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের এই স্বাস্থ্য কমপ্লেক্সকে বেছে নেয়া নিঃসন্দেহে স্থানীয় জনগণের জন্য সৌভাগ্যের বিষয়। অবকাঠামো ও আধুনিক সরঞ্জাম সংযোজনের ফলে চিকিৎসাসেবার মান অনেকগুণ বৃদ্ধি পাবে।’
‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল’-এর মাধ্যমে মানবিক সহায়তা, চিকিৎসা কার্যক্রম ও আঞ্চলিক সহযোগিতা জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।