ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

শনিবার (১৩ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে শহরের কলাবাগান এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল
খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ওপর গুলি করার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

সমাবেশ থেকে গত ৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলিবিদ্ধ করার ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারিদের শাস্তির দাবি জানানো হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে শহরের কলাবাগান এলাকা থেকে প্রতিবাদ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের সঞ্চালনায় সামবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি আসনের ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় প্রকাশ্যে হাদিকে গুলির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীকে গ্রেফতারের দাবি জানান তিনি।

প্রতিবাদ সমাবেশ খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।