টাঙ্গাইলে বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ৩

সোমবার (৭ জুলাই) দুপুরে ধনবাড়ি উপজেলার বাঘিল-নেকিবাড়ী নামক এলাকার মাঝামাঝি স্থানে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
সড়কের পাশে দুর্ঘটনাকবলিত সিএনজি
সড়কের পাশে দুর্ঘটনাকবলিত সিএনজি |নয়া দিগন্ত

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

সোমবার (৭ জুলাই) দুপুরে ধনবাড়ি উপজেলার বাঘিল-নেকিবাড়ী নামক এলাকার মাঝামাঝি স্থানে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুর জেলার মজিবুর রহমানের স্ত্রী কাজল রেখা (৪৫) ও তার ছেলে শ্রাবণ (১৬)। অপর নিহত নারী হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানার বাসিন্দা সূর্য্যর স্ত্রী ফুলকুমারি (৩৫)। এ ছাড়াও দুর্ঘটনায় আহত নারী হলেন ময়মনসিংহের একই এলাকার বাসিন্দা বাসন্তী (৫০)।

ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, দুপুর দেড়টার দিকে একটি বিনিময় বাস ঢাকা থেকে ধনবাড়ির দিকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে একজন ও হাসপাতালে চিকিৎসাধীন আরো একজনসহ তিনজন নিহত হয়।

ঘাতক বাস ও সিএনজি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়।