কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জেসমিন আক্তার (৩৭) নামে এক গৃহবধূকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জেসমিন ভিটাপাড়া গ্রামের রিটন মিয়ার স্ত্রী ও বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের আবু হানিফের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জেসমিন তিন সন্তানের জননী ছিলেন। ঘটনার দিন ছেলে মেয়ে কেউ বাড়িতে ছিল না। সন্ধ্যার পর ঘুমিয়েছিলেন তিনি। রোববার রাত ৯টার দিকে স্থানীয়রা বিছানায় তার গলাকাটা লাশ দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিটন ও তার ভাসুরের ছেলেকে আটক করে।
পাকুন্দিয়া থানা পুলিশ, আহুতিয়া পুলিশ ফারি, এডিশনাল এসপি ক্রাইম, সদর সার্কেল, ডিবি ও ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ময়মনসিংহ ক্রাইম সিন ইউনিটের সদস্যরা কাজ করছে। ইতোমধ্যে তারা ফিংগার প্রিন্ট, রক্তের ছাপসহ নিহতের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। আমরা আশা করছি খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হবে।’



